গাজীপুরে শিশু আবদুল্লাহ আল নোমান (৫) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক অমিত কুমার দে গতকাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবু ইসলাম (২২) দিনাজপুরের কাহারোল থানার গুলিয়ারা এলাকারজব্বার আলীর ছেলে। তিনি গাজীপুরের জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকায় ভাড়া থাকতেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহজাহান সিরাজী জানান, আবদুল্লাহ আল নোমান বানিয়ারচালা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ২০১৮ সালের ১০ অক্টোবর খুন হয় শিশুটি। এ ঘটনায় বাবা মামলা করেন জয়দেবপুর থানায়।