কুমারখালীতে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস-এর আওতায় ডিলার নিয়োগের লটারিতে বিএনপি নেতা-কর্মীরা হট্টগোল করেছেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে লটারি কার্যক্রম স্থগিত ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে গতকাল এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, এস এম কামরুজ্জামান, পুলিশ, বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।