ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পায়ুপথে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার উপজেলার নেকমরদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার আশরাফুল ইসলাম (৩৬), নুরজামাল (২৮), রাজিব রানা (২২) ও মোতালেব হক (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মামুন অর রশীদ।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল রাণীশংকৈল থানার নেকমরদ-কাতিহারগামী সড়কে চেকপোস্ট বসায়। এ সময় তিন যুবকের দেহ তল্লাশি করে তিনটি ইয়াবার পটলা পায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের পায়ুপথের মাধ্যমে পেটের মধ্যে আরও ইয়াবা রয়েছে। পরে তাদের পেট থেকে আরও তিনটি ইয়াবার পটলা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ইয়াবার পরিমাণ ৩ হাজার ১২০ পিস।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশ।