খাল ভরাট করে ড্রেন নির্মাণ করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের অন্তত ৩০০ হেক্টর জমি চার বছর ধরে অনাবাদি পড়ে আছে। এতে ছয় শতাধিক কৃষক আর্থিক সংকটে পড়েছেন। পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। গুলি গ্রামের কৃষক জসিম উদ্দিনসহ স্থানীয়রা জানান, ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোট আলগি গ্রাম থেকে শুরু হয়ে এটি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দড়িরাম শংকর গ্রামে জলার বিলের উত্তর প্রান্তে আন্দির খালে গিয়ে পড়েছে। এটি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ছিল। এ খালের ওপর এখনো তিনটি কালভার্ট রয়েছে। চার বছর আগে জলার বিলের উত্তর মাথা থেকে ছোট আলগি গ্রামের হাসেম রাজের বাড়ি পর্যন্ত প্রায় ৬০০ ফুট দীর্ঘ তিন ফুট চওড়া ড্রেন করা হয়েছে। এর পর থেকে ওই এলাকায় পানি জমে থাকে। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলগী, কালিসুরা, গুলি ও নাসির মাঝি এলাকায় গিয়ে দেখা যায়, ফসলের জমিগুলো তিন-চার ফুট পানির নিচে তলিয়ে আছে। অধিকাংশ জমিই খালি পড়ে আছে। আর কোথাও ধানের চারা লাগানো হলেও তা পচে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, চার বছর আগে ওই এলাকার খাল উন্নয়নের নামে ছোট্ট সরু ড্রেনে রূপান্তর করা হয়। আগে বর্ষাকালে ওই খাল দিয়েই গ্রামের জমির পানি নদীতে নেমে যেত। মূলত অপরিকল্পিতভাবে ১০-১৫ ফুট চওড়া খাল ভরাট করে তিন ফুট চওড়া ড্রেন করা হয়। আর এই ড্রেনই এখন কৃষকদের গলার কাঁটা হয়ে উঠেছে। বর্তমানে মাত্র তিন ফুট চওড়া ড্রেন দিয়ে এত বিশাল এলাকার পানি নামতে না পারায় বছরের অধিকাংশ সময় ফসলি এসব জমি তিন-চার ফুট পানিতে ডুবে থাকে। গুলি গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান, ‘জমিতে কোমর সমান পানি জমে আছে।’ আলগী গ্রামের কৃষক আবদুল কাদের বলেন, ‘আগে এই জমিগুলোতে ধান, গম, আলু, তিল, তিসি, মরিচ, ভুট্টা, মসুর, পিঁয়াজ রসুনসহ সব রকম ফসল হতো। রবি মৌসুমে তো কৃষকরা ব্যস্ত থাকতেন ফসল তুলতে। এখন সব জমিই পানিতে ডুবে থাকে। ওই এলাকার ছয় শতাধিক কৃষক পরিবার কৃষিকাজের ওপরই জীবিকানির্বাহ করে আসছেন। অনেকেই এখন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আলগী তুলাগাছতলার কৃষক আবুল কালাম জানান, বছরে দুই-তিন মৌসুমে ভালো ফসল হতো। কিন্তু এখন জমি অনাবাদি পড়ে আছে। সন্তানদের পড়ালেখা ও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, এখানে মূল সমস্যা পানি নিষ্কাশনের। প্রাকৃতিক খালটিকে সংকুচিত করে ড্রেন বানানোয় জমির পানি নেমে যেতে পারছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে এসব কৃষিজমি আবারও ফসল উৎপাদনের উপযোগী হবে। জেলা কৃষি কর্মকর্তা মো. খায়রুল ইসলাম মল্লিক বলেন, শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- চাকসুতে বিজয়ীদের সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
- বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন
- এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন
- জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
- বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
- আরও ৩০ ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিল ইসরায়েল
- কপিল শর্মার ক্যাফেতে ফের গুলিবর্ষণ, নিশানায় ‘সালমানের শত্রু’ গ্যাং
- ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
- বসুন্ধরা কমিউনিটি পার্ক উদ্বোধন
- শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
- জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র্যালি
- নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারখানার ভবন
- ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস্ কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
- ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের
- ব্যয় সংকোচনে ১৬ হাজার কর্মী ছাঁটাই করবে নেসলে
- বগুড়ায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলো তিন হাজার শিক্ষার্থী
- সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাসে বোমা বিস্ফোরণ
- ইতালির যে গ্রামে বাড়ি কিনলেই মিলবে ২৩ হাজার ডলার
জলাবদ্ধতায় অনাবাদি চার বছর
জুন্নু রায়হান, ভোলা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্দেশনায় বিএনপির ৩১ দফার প্রচার-প্রচারণায় লিফলেট বিতরণ
২ ঘণ্টা আগে | নগর জীবন

শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম