মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। ওসি খালেদুর রহমান জানান, তার বিরুদ্ধে ঢাকা ও মাগুরায় অন্তত পাঁচটি মামলার রয়েছে। এ বিষয়ে মাগুরার পুলিশ সুপারকে অবগত করা হয়েছে।