সিলেটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরতলীর শাহপরাণ আবাসিক এলাকার ২ নম্বর সড়কের হেপি কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। গতকাল বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রহিমা বেগম (৭০) জকিগঞ্জ উপজেলার আইওর গ্রামের আবদুল গাফ্ফারের স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে শাহপরাণ আবাসিক এলাকায় ভাড়া থাকতেন। পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, রবিবার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে বদরুল ইসলাম (৪২) তার মাকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে। শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন জানান, লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।