পঞ্চগড়ে বৃদ্ধ পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যায় আরমান ইসলাম আমজাদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আরমান ইসলাম আমজাদ সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ সুপার আরও জানান, ৫ আগস্ট রফিকুল ইসলাম ডুবু ও আসামি গভীর রাতে টুনির হাট বাজারের পরিত্যাক্ত স-মিলে টাকার বিনিময়ে তাস (রামি) খেলছিলেন। সেখান থেকে ফেরার সময় ডুবু গলা কেটে মৃত্যু নিশ্চিত করে আরমান।
প্রসঙ্গত, ৫ আগস্ট সদর উপজেলার টুনিরহাট বাজারে পরিত্যক্ত স-মিলে খঁড়ির গুদাম ঘরের পাহারাদার রফিকুল ইসলাম ডুবুর লাশ উদ্ধার করে পুলিশ।