বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে পিকআপ ভ্যান ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গতকাল শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক এসব তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- রাতুল, তারেক হোসেন, সুমন প্রামাণিক, সাব্বির পাশা ওরফে শাওন, মোস্তফা পাশা ওরফে শ্যামল, কালাম, রাসেল আহম্মেদ। ওসি শফিকুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।