নেত্রকোনায় পূর্ববিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় দুজন নিহতের ঘটনার চার দিন পর দুটি মামলা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দায়ের হওয়া এসব মামলায় আসামি করা হয়েছে ৫৭ জনকে।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, নিহত সাবেক ইউপি সদস্য দুজাহানের স্ত্রী বাদী হয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আমজাতের ছেলে তামিম ইকবালকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। অন্যদিকে নিহত নুর মোহাম্মদের বাবা মোজাম্মেল হোসেন বাদী হয়ে দুজাহানের ড্রাইভার মো. মাতু মিয়াকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ জানায়, এখন পর্যন্ত চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার জেলা বিএনপির সম্মেলন শেষে দুজাহান মোটরসাইকেল চালক মাতু মিয়ার সঙ্গে বাড়ি ফিরছিলেন। মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরে দুজাহানের সমর্থকরা নুর মোহাম্মদের বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করেন।