গাজীপুরে খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে মহানগরীর কোনাবাড়ীর (আমবাগ) পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো- জামালপুরের আজাদের ছেলে ইয়ানুর (২) এবং টাঙ্গাইলের আমির হোসেনের ছেলে হাবিব (২)। উভয় শিশুর পরিবার কোনাবাড়ীর পশ্চিমপাড়ার আফসার হাজির বাড়িতে ভাড়া থেকে বসবাস করছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকালে দুই শিশু খেলতে খেলতে বাড়ির পেছনের দিকে চলে যায়। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবায় তাদের দেহ ভেসে ওঠে। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পরিবার যদি কোনো অভিযোগ দেয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।