বেশি দামে সার বিক্রিসহ নানা অভিযোগে চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল উপজেলার আটকবর গোচিয়াপাড়া মোড়ে সার, বীজ ও কীটনাশক বাজার তদারকির সময় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভোক্তার সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, জরিমানার পাশাপাশি ওই প্রতিষ্ঠানটিকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।