পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধর্ষণের পর মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে জামাল উদ্দিন (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ঠুনঠুনিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামাল ওই এলাকার আলী হোসেনের ছেলে। জানা গেছে, ওই ছাত্রী গত ১৭ জানুয়ারি জামাল উদ্দিনের বাড়িতে ফ্রিজে রাখা মাংস আনতে যায়। তখন জামাল তাকে ধর্ষণ করেন। ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় সালিশও হয়। জামাল ঘটনার দায় স্বীকার করলেও পরে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ১৪ জুন ওই ছাত্রীকে অপহরণও করেন তিনি। এসব ঘটনায় সুষ্ঠু বিচার না পেয়ে শনিবার ছাত্রীর নানি মামলা করেন। তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।