গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ হাজার ৭০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবু মিয়া নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে উপজেলার রাজাবিরাটের দশলাল এলাকা থেকে তাকে আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, সেনাবাহিনী পুলিশের সহায়তায় উপজেলার দশলাল এলাকায় অভিযান পরিচালনা করে। ২ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৯৯ হাজার টাকাসহ বাবুকে আটক করা হয়।