কুমিল্লার মুরাদনগরে এবং মাগুরার শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- কুমিল্লা : মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার উলুমুড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৬) ও মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪)। তারা খালাতো ভাই-বোন। মাগুরা : শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে মাহিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার আমলসার গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শুকুর আলীর মেয়ে। ওসি ইদ্রিস আলী জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।