নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে কদমতলী, আদমজী বিহারী ক্যাম্প ও গোদনাইল আরামবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ১০০ পুরিয়া হেরোইন ও ৬১ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকরা হলেন- ওলিল চৌকিদার, ইমরান হোসেন, নাসির ওরফে কালু ও মাসুদুর রহমান তপন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।