বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে গতকাল বিকালে এ ঘটনা ঘটে। আওয়াল ওই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরের পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকালে বাড়ির সামনের হাওড় থেকে আওয়াল গরু আনতে যান। তখন বজ্রপাতে তার মৃত্যু হয়। এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল নিরব (১২) নামে এক স্কুলছাত্র বজ্রপাতে নিহত হয়েছে। টোটারবাগ এলাকায় গতকাল এ ঘটনা ঘটে।