বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন এবং জনমত সৃষ্টির লক্ষ্যে সোনারগাঁর হলদাবাড়ী গ্রামে উঠান বৈঠক ও আলোচনা সভা করেছে মহিলা দল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় গতকাল এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সালমা আক্তার কাজল। প্রধান অতিথি ছিলেন নুরুন্নাহার বেগম।