রাজশাহীতে গতকাল মাছ ধরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাবির এক অধ্যাপক নিহত হয়েছেন। একই দিন গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজশাহী : মাছ ধরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক নিহত ও আরেক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোরে পবা উপজেলার নওহাটা আনসার ভিডিপি ক্যাম্পের কাছে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিব শংকর রায় রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ছিলেন। জানা যায়, শিব শংকর ও দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান শিব শংকর রায়। গুরুতর আহত আসাদুজ্জামানকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, অধ্যাপক শিব শংকর রায়কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, সন্ধ্যায় তার লাশ পঞ্চবটি শ্মশানে দাহ করা হয়। গোপালগঞ্জ : গোপালগঞ্জে পিকআপের চাপায় পরেশ বালা (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরেশ বালার বাড়ি সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই এমানুর রহমান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।