কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশি শটগান ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘অভিযানকালে টেকনাফের মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আবদুল খালেকের বাড়িতে তল্লাশি করা হয়।
এ সময় তার বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, একটি দেশি শটগান, ৫ রাউন্ড শটগান তাজা কার্তুজ, নয়টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।’