নানান অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসাসেবায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসাসেবায় নানান অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। এ সময় ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো-মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সৌদি প্রবাসী ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, আইকন মেডিকেল সেন্টার ও সিটি ডায়াগনস্টিক সেন্টার।