দিনাজপুর খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা চলাকালে দুটি গোপন ডিভাইসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরীক্ষা চলাকালে সন্দেহজনকভাবে কয়েকবার কাশি দেওয়ায় কর্তব্যরতরা তল্লাশি করে তার শরীরে ডিভাইস পান। ঘটনাটি ঘটে গতকাল দিনাজপুর শহরের কসবা এলাকায় কেরী মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে। আটক কৃষ্ণকান্ত রায় (২৫) বিরল উপজেলার সিঙ্গুল পূর্ব রাজারামপুর গ্রামের আশুতোষ রায়ের ছেলে। গত বছর দিনাজপুর সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। জেলা শহরের ফকিরপাড়ায় একটি ছাত্রাবাসে ভাড়া থাকেন। কৃষ্ণকান্ত বলেন, পরীক্ষা শুরুর এক থেকে পাঁচ মিনিটের মধ্যে চক্রটির হাতে হোয়াটস-অ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র চলে আসে। দুটি ছাত্রাবাসে কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষক বিভিন্ন সেটের প্রশ্নের উত্তরপত্র প্রস্তুত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান জানান, পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে তার ভাইসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি বড় চক্র। পুরো চক্র ধরতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করেছি।