লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বিক্রির সময় ৪১৬ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফারুক হোসেন নামের এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। শুক্রবার দুপুরে শহরের বাইপাস সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। ফারুক শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার। স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক লালমনিরহাটের মহেন্দ্রনগরের বাফার গুদাম থেকে সরকার নির্ধারিত বরাদ্দের সার সংগ্রহ করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, ‘জব্দ করা সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।’