দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভিক্ষুকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে পুলিশের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
নেত্রকোনা : নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী। বৃহস্পতিবার রাতে পূর্বধলা উপজেলার নারানদিয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের জলিল মিয়া (৪৫) ও নেত্রকোনার রুজেল মিয়া (২৩)।
খুলনা : পাইকগাছা পৌরসভার কালীবাড়ি এলাকায় গতকাল সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহরাব আলী সরদার (৭০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
গাজীপুর : কালিয়াকৈরে কয়লাভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত মুনছের হোসেন মঞ্জু (২০) ঢাকার ধামরাই উপজেলার বাগমারা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গতকাল সকালে টিপরদী এলাকায় এক মধ্যবয়সি ব্যক্তির লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, এটি সড়ক দুর্ঘটনা হতে পারে।
চট্টগ্রাম : মহানগরীর দামপাড়ায় গতকাল পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আহতদের মধ্যে ১২ পুলিশ সদস্যকে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল পিকআপ চাপায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।