চট্টগ্রামের মিরসরাইয়ের ওসমানপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার উত্তর মরগাং গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বড় ভাই আলী হাসানের সঙ্গে ছোট ভাই শাহাদাত হোসেনের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। শাহাদাতের মেয়ে শিশু শ্রেণিতে পড়ুয়া মিমির স্কুল ব্যাগে আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়। বিষয়টি নিয়ে দুই ভাই বাগ্?বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গাছের গুঁড়ি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন শাহাদাত। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, ‘খুনের ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’