নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ১৫ জন আহত হয়েছেন। খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করাকে কেন্দ্র করে গতকাল সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদি ইউনিয়নের জিতরামপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরদীঘলদি ইউনিয়নের জিরতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় শহীদ মিয়া মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোম ও মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হওয়ার পর এলাকায় পুলিশ মোতায়েন ছিল বলে জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তবে গতকাল সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে ফের টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আহতরা পুলিশি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। শহীদ মিয়া মেম্বার ও চাঁন মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের ব্যবহ্নত ফোন বন্ধ পাওয়া যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।