বাদ্যের তালে তালে নাচছেন সাপুড়ে। তার সঙ্গে তাল মিলিয়ে নাচছে সাপ। সাপের এ নাচকে স্থানীয়ভাবে বলা হয় ঝাঁপান খেলা। চুয়াডাঙ্গায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা। শত শত মানুষের ভিড়ে বিশেষভাবে তৈরি স্টেজে একের পর এক সাপ ছেড়ে দেওয়া হয়। সাপের প্রতি সাপুড়ের নিয়ন্ত্রণ প্রদর্শনের প্রতিযোগিতায় মুগ্ধ এলাকাবাসী। এ বছর চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর, গাড়াবাড়িয়া, গাইদঘাট ও বাগানপাড়া থেকে সাপুড়েরা প্রতিযোগিতায় অংশ নেন। স্থানীয়রা জানান, প্রতি বছর ঝাঁপান প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এ প্রতিযোগিতায় সাপ ও সাপুড়ের নাচ দেখতে ছুটে আসেন নারী-পুরুষ-শিশু। আয়োজকরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাপুড়েরা সাপ নিয়ে নাচ গান করেন। সঙ্গে চলে বাদ্যের বাজনা। ঝাঁপান খেলার অদূরেই বসে নানান খাবারের দোকান; যেন গ্রামীণ মেলা। তারা আরও জানান, গ্রাম-বাংলার ঐহিত্য ধরে রাখা ও সুস্থ বিনোদনের জন্য এ খেলার আয়োজন।