সিলেট, গাজীপুর ও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট : জৈন্তাপুরের পাখিটেকি এলাকায় শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মারা গেছেন হারুন অর রশিদ (৫০) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার কলাগ্রামের আবদুল সামাদের ছেলে। হারুন অর রশিদ দরবস্ত বাজার থেকে অটোরিকশায় হরিপুর যাচ্ছিলেন। পাখিটেকি এলাকায় চলন্ত অটোরিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুর : মহাসড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানচাপায় সোহাগ নামে এক যুবক নিহত হয়েছেন। সোহাগ পোড়াবাড়ী এলাকার আবদুল গফুর মোক্তারের ছেলে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি বাজারে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ।
কক্সবাজার : উখিয়ায় গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের নাম অজয়া (২২)। তিনি কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের কাপড় ব্যবসায়ী ইউনুসের ছেলে।