জয়পুরহাটে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- খুলনার রূপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের রুবেল ফরাজী, গ্যালাক্সির মোড় এলাকার সোহেল আবিদ, ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিক বাড়ির জাহিদ হাসান ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের কামরুল ইসলাম। পুলিশ সুপার জানান, ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক বাড়িতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। এ ছাড়া উপজেলার জামালগঞ্জ বাজারে ও কালাই উপজেলাতেও ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় পৃথক মামলা হলে ডাকাত দলকে ধরতে মাঠে নামে পুলিশ। জয়পুরহাট ডিবি পুলিশের একটি টিম রাজধানীর ডিএমপি ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় ডাকাতি হওয়া মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও অস্ত্র। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।