কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।