ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকায় বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার আক্তার হোসেনের ছেলে মো. তাকরিম (৩) ও একই উপজেলার উচালিয়াপাড়ার আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)। জানা যায়, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার এক পর্যায়ে দুজন পুকুরে পড়ে ডুবে যায়। স্থানীয়রা পানিতে দুই শিশুকে ভাসতে দেখেন।