গাজীপুর মহানগর কৃষক দলের উদ্যোগে এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে মহানগরের ইসলামপুর বটতলা ঈদগাহ মাঠে আয়োজিত কৃষক সমাবেশে ওই বীজ বিতরণ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।