চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও নীলফামারী সদরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া তিন জেলায় সড়কে প্রাণ গেছে আরও চারজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। উপজেলার রানীরহাট বাজারের গরুঘাটা এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। রাশেদুল রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।
নীলফামারী : জেলা সদরের মডেল মসজিদের সামনে দুপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে মার্জিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর। দুর্ঘটনার পর লোকজন ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। মার্জিয়া সদর উপজেলার পীরের মাজার শাহ পাড়ার মোস্তাকীম শাহের মেয়ে।
পাবনা : ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- রিকশাচালক মোঙলা হোসেন (৫৫) এবং পথচারী মুজাহার প্রামাণিক (৭০)। মোঙলা হোসেন ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর গ্রামের হাশেম আলীর এবং মুজাহার প্রামাণিক শামিলপুর গ্রামের মাহিন প্রামাণিকের ছেলে।
ঝিনাইদহ : ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন মুক্তার হোসেন (৩৬) নামে এক যুবক। বান্দরবান : লামায় বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।