নাশকতার আশঙ্কায় ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. আলমগীর এবং জেলা ছাত্রদলের সভাপতি রাসেদ আলম লাবুসহ বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাদ আহম্মেদ তাদের আটকের সত্যতা স্বীকার করেছেন।
আটক অন্যদের মধ্যে দৈনিক সংগ্রাম পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও উপজেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক হাফিজুল ইসলামও রয়েছেন। বাকিরা জামায়াতে ইসলামী, বিএনপি এবং দল দু'টির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ