মুন্সীগঞ্জ জেলা সদরের মুক্তারপুর এলাকায় অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে সজিব(২৮) নামের একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৫ জন। এ ঘটনায় কারখানার পাশে থাকা ৫টি বসত বাড়ি ও বিদুতের মেইন লাইনে থাকা সার্কিট পুড়ে গেছে।
জানা গেছে, মঙ্গলবার ভোর রাতের দিকে স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফার মালিকানাধীন সাওবান ফাইবার ইন্ডাস্ট্রিজ নামীয় কারেন্ট জাল তৈরির কারখানায় হঠাৎ করে বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় আগুন গিয়ে পাশে থাকা ৫টি বসতবাড়ি ও বিদুতের মূল সার্কিটের উপর পড়ে। এতে বিদুৎ লাইনের মারাত্মক ক্ষতি সাধিত হয় এবং ঘটনাস্থলেই সজিব নামের এক কারখানা শ্রমিক নিহত হয়। দগ্ধ হয় অন্তত ৫ জন।
আহতদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হযেছে। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ঘোসাইবাড়ির আপন দুই ভাই দেলোয়ার ও আমান এবং ইউসুফ ও মরিয়মের নাম জানিয়েছেন পুলিশ। নিহত সজিব গোসাইবাড়ি গ্রামের মো. শহিদের ছেলে।
এদিকে বিদুৎ লাইনের ক্ষতি হওয়ায় ভোর রাত থেকেই মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলা বিদুৎ বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে জেলা সদরের হাসপাতাল, আদালতসহ গুরুত্বপূর্ণ অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার লক্ষাধিক সাধারণ মানুষ।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পল্লীবিদুৎ সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, মুন্সীগঞ্জ সদরে গুরুত্বপূর্ণ অফিস আদালত থাকায় এখানে দ্রুত বিদুৎ ব্যবস্থা চালু করার কাজ চলছে।
এ বিষয়ে সদর থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সোমবার গভীর রাত দুইটার সময় শাওবান ফিশিং নেট- এ বয়লার বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই অপারেটর সজিব মারা যান। এই ঘটনায় আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে সজিবকে তড়িঘড়ি করে দাফন করে ফেলার অভিযোগ করেছে স্থানীয়রা।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ