জামালপুরে যৌথ অভিযানে বিএনপি ও জামায়াত শিবিরের ৪২ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ১৪৯ জনকে আটক করেছে পুলিশ।
জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, যৌথবাহিনী সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন, সরিষবাড়ি উপজেলা জাময়াতের সেক্রেটারি মাসুদুর রহমান দুলাল, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সুলতান আহমেদসহ জামায়াত-শিবিরের ১৯ এবং বিএনপির ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় ১০৭ কে গ্রেফতার করা হয়েছে। এসময় ২৪০ পিস ইয়াবা, ৪কেজি গাঁজা ও ৩০ লিটার চুলাই মদ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/শরীফ