বঙ্গোপসাগরকে জলদস্যু মুক্ত, অপহৃত জেলে ও ফিশিং বোট উদ্ধারের দাবীতে ফিশিং বোট মালিক সমিতি দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের জেলে ও মৎস্যজীবীরা মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বরগুনা প্রেসক্লাব চত্বরে জেলে সমাবেশ ও মানববন্ধন শেষে মৎস্যজীবীদের পক্ষে প্রধানমন্ত্রী বরাবর ১০ দফা দাবী উল্লেখ করে দুটি পৃথক স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পেশ করা হয়। এসময় বঙ্গোপসাগর সংশ্লিষ্ট বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রলার মালিক, জেলেসহ পাঁচ সহস্রাধিক মৎস্যজীবী অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী, ফিসিংবোট মালিক সমিতির সভাপতি মো. ইমরুল কায়েস, জেলা ট্রলার শ্রমিক সভাপতি আ. মন্নান মাঝি প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/শরীফ