লালমনিরহাটে যৌথবাহিনীর অভিযানে বিএনপি-জামায়াত-শিবিরের ৪৭ নেতা-কর্মীসহ অন্যান্য মামলার মোট ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সন্ধা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ অভিযানে হরতাল নাশকতার মামলার আসামী বিএনপি ও জামায়াতের ৪৭জন এবং অন্যন্যা মামলার ৩৭ জনসহ মোট ৮৪ জনকে গ্রেফতার করা হয়। লালমনিরহাট পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, নিবার্চন কালিন ও হরতাল অবরোধের সময়ে সহিংসতার ঘটনায় মামলা থাকার কারণে জেলার ৫টি উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন