নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার গভীর রাতে উপজেলার আলাইয়াপুর ছয়ানী-চন্দ্রগঞ্জ রাস্তার মাথার এনায়েত নগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন খান জানান, গভীর রাতে স্থানীয় লোকজন আগুন জ্বলতে দেখে চিৎকার করলে তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিভাতে চেষ্টা করে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ৯টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ইসমাইল ও আবদুল মতিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন