হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান থানায় জিডি করেছেন।
তিনি ও তার পিতা সাবেক চেয়ারম্যান মরতুজ আলীকে নিয়ে ফেসবুকে মানহনিকর মন্তব্য প্রকাশ করায় সোমবার রাতে তিনি এই জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। রাজনীতিবিদ হিসেবে বিগত সময়ে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলার নির্বাচিত হন। তার পিতাও ছিলেন একজন নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী। রাজনীতির ধারাবাহিকতায় ও তার সর্মকদের অনুরোধে আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিযে শহরের বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও গনসংযোগ শুরু করেন। গত ৭ নভেম্বর সকাল ৬টা ০২ মিনিটে Habiganj puroshova নামক একটি আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে এবং তার পিতাকে জড়িয়ে মানহানীকর ও মিথ্যা তথ্য সম্বলিত একটি মন্তব্য পোস্ট করে এবং বহুলোক মন্তব্য ও লাইক প্রদান করে। এতে তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
জিডিতে আরও উল্লেক করা হয় তাকে নির্বাচন থেকে সরানোর একটি অপ-কৌশল হিসাবে এ ধরনের অপ-প্রচার চলছে। এর পেছনে যারা জড়িত তারা আগামীতে তার আরও বড় ধরনের ক্ষতি এমনকি প্রাণহানী ও তার পরিবারের উপর আঘাত হানতে পারে বলে আশংকা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন