বগুড়ায় পানিতে ডুবে শিশু ও বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার পৃথক ঘটনায় বগুড়ার সোনাতলা উপজেলায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে ডুবে আবু হাসান (২) এবং ধুনট উপজেলায় আমির হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
জানা যায়, মঙ্গলবার ১১টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার শিচারপাড়া গ্রামের গবরা মোল্লার ছেলে আবু হাসান খেলা করার সময় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে তার লাশ খুঁজে পায়।
অপর দিকে, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত সোবাহান আলীর পুত্র আমির হোসেন (৫৫) উপজেলার নসরৎপুর গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে মঙ্গলবার সকালে দৈনিক মজুরীতে কাজ নেন। গৃহকর্তা তার বাড়িতে লাগানো গাছের ডাল পরিস্কারের কাজ করতে দেন আমির হোসেনকে। ওই গাছের ডালের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের তার আড়াআড়ি ভাবে ঝুলানো ছিল। গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই আমির হোসেনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন