নোয়াখালীতে জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে শিবিরের ১ জন, বিএনপির ৪ যুবদলের ২ ও ছাত্রদলের ১ কর্মীসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের নোয়াখালীর আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ৪ নেতাকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
সেনবাগ থানার (ওসি) আবদুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরতাল ও অবরোধসহ বিভিন্ন সময় নাশকতার অভিযোগে ৭/৮ মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন