সুষ্ঠূ নির্বাচনের স্বার্থে সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। পৌরসভা নির্বাচন সামনে রেখে সরকারদলীয় এমপি মন্ত্রীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, 'যারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন ইতোমধ্যে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং নির্বাচনী আচরণ বিধি আমাদের সবাইকে অনুসরণ করতে হবে। নইলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।'
আজ শুক্রবার বেলা ১২টার দিকে মাদারীপুর কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নৌমন্ত্রী এসময় সহিংসতার আশংকা করে আরো বলেন, 'জামায়াত-বিএনপি আগের নির্বাচনগুলোতেও যেভাবে সহিংসতা করেছে এবার তারা তা করতে পারবে না।'
তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্ব বাকবিশিস'র মাদারীপুর শাখার সদস্য সচিব ড.বশীর আহম্মদ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. করুণাময় গোস্বামী, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।
এসময় মন্ত্রী বলেন, 'জনগণ যাকে পছন্দ করবেন তাকেই ভোট দেবেন। তবে আমি বিশ্বাস করি, বিগত দিনের রাজনীতিতে যারা মানুষ খুন করেছে, সম্পদ পুড়িয়েছে তাদেরকে জনগণ সমর্থন করবে না। তাই আমরা আশা করি জনগণ শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবেন।'
বিডি-প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৫/শরীফ