আসন্ন পৌরসভা নির্বাচনে মৌলভীবাজার সদর পৌরসভার বিএনপির রময়র প্রার্থী অলিউর রহমানের আপিল খারিজ করে দিয়েছেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ। আজ শুক্রবার কর্তৃপক্ষ এ আপিল খারিজ করে দেয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর রির্টানের রশিদের কপি না থাকায় গত ৬ ডিসেম্বর অলিউর রহমানের প্রার্থিতা বাতিল করেন রির্টানিং অফিসার। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন অলিউর রহমান। আজ শুক্রবার আপিল শুনানিতে তার পক্ষে অংশ রনন আইনজীবী মুজিবুর রহমান মুজিব, এমাদ উদ্দিন চেৌধুরী ও গোলাম রব্বানী। প্রায় ঘণ্টাব্যাপী শুনানি শেষে কর্তৃপক্ষ আপিল খারিজ করে দেয়। অলিউর রহমানের আইনজীবীরা জানান, অলিউর রহমানের প্রার্থিতা ফিরে পেতে তারা উচ্চ আদালতে যাবেন।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/শরীফ