বাগেরহাটে স্নাতক উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।
আজ শুক্রবার দুপুরে শহরের শালতলায় হরিসভা মন্দিরে সুপ্রভাত হালদারের সভাপতিত্বে এই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসি কলেজের ইংরেজী বিভাগীয় প্রধান অধ্যাপক নিতীশ বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিপ্লবী নরেশ চন্দ্র সেন, বাবুল সরদার, মুখার্জী রবীন্দ্রনাথ, সুযশ কান্তি মন্ডল, হরেন্দ্রনাথ রানা, শিব শংকর হালদার, সনাতন মুরারী দাস, জুড়ান মন্ডল, উদয় শঙ্কর গাঙ্গুলী, গোপীনাথ সাহা, কালিদাস চন্দ্র দাস, অরিন্দম দেবনাথ প্রমুখ।
অনুষ্টানে স্নাতক উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী মনোতোষ মন্ডল, সুব্রত মন্ডল, প্রদীপ মন্ডল, রিপন কুমার ঢালী, গৌতম রায়, প্রশান্ত বৈদ্য, তন্দ্রা বালা, সৌমেন সরকার, মিঠুন চক্রবর্ত্তীকে ফুল, সন্মাননা ক্রেস্ট ও ধর্মীয় বই দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
বিডি-প্রতিদিন/ ১১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন