বগুড়ার শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ধুনট মোড় এলাকা থেকে ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ ৯ মামলার আসামী ছাত্রশিবির নেতা সবুজ (২৫) কে গ্রেফতার করে পুলিশ।
পরে তার দেয়া তথ্যমতে শহরের সকালবাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গা থেকে ৫টি ককটেল উদ্ধার করেছে।
জানা যায়, শেরপুর খন্দকারটোলা দক্ষিণপাড়ার সাইদুল ওরফে শহিদুলের ছেলে শিবিরের গ্রাম কমিটির সভাপতি আসাদুজ্জামান ওরফে চাকু সবুজ ৯টি মামলার আসামী হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পরে তার দাদার মৃত্যুতে গত বুধবার রাতে নিজ বাড়ীতে ফিরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শহরের ধুনট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে সবুজের তথ্য দেয়া মতে শহরের নবমী সিনেমা হলের দক্ষিনে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গা প্রাচীর সংলগ্ন মাটিতে পুঁতে রাখা অবস্থায় খুঁড়ে লালটেপ মোড়ানো ৫টি তাজা ককটেল উদ্ধার করে।
শেরপুর থানার ওসি খান মোঃ এরফান বলেন, শিবির নেতা সবুজের বিরুদ্ধে বেশ কয়েকটি বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন