বাগেরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়নপত্র আপিলে বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে শুনানি শেষে বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম এই রায় প্রদান করেন। এর আগে ৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই কালে হলফনামায় ব্যক্তিগত দায় উল্লেখ না করার অভিযোগে মেয়র পদে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়ন বাতিল করেন রির্টানিং অফিসার।
বাগেরহাট পৌরসভা নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দিলিপ কুমার হওলাদার জানান, যাচাই বাছাই কালে বাগেরহাট পৌরসভার মেয়র প্রার্থী মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়ন পত্র বাতিল হলে ৮ ডিসেম্বর তিনি আপিল করেন।
শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে আপিল শুনানিতে তিনি তার ব্যক্তিগত দায় হলফনামায় উল্লেখ না করার ব্যাখ্যা দেন। মনোনয়ন পত্র দাখিলের আগেই ব্যাক্তিগত দায় (ঋণ) পরিশোধ করায় শুনানিতে মনোনয়ন পত্রটি বৈধ বলে ঘোষণা করেন জেলা প্রশাসক।
বিডি-প্রতিদিন/ ১১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন