মুক্তিপণ না পেয়ে মালেশিয়ায় দুই বাংলাদেশিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার একটি পাহাড় থেকে নিহতদের গলা কাটা লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের শাহজাহান খানের ছেলে বিজয় খান (২৫) ও একই উপজেলার সিডিখান গ্রামের চুন্নু খানের ছেলে রাসেল খানকে (৩০) সহজ শর্তে মালয়েশিয়া নিয়ে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের পুরো টাকা না দেয়ায় তাদের হত্যা করে মালেশিয়ার একটি পাহাড়ে লাশ ফেলে রাখে। এ ঘটনায় নিহত রাসেলের বাবা মালয়েশিয়া প্রবাসী চুন্নু খান মালেশিয়ায় একটি সাধারণ ডায়েরী ও বিজয়ের বাবা শাহজাহান খান বরিশালের গৌরনদী থানায় একটি মামলা করেছেন।
নিহতের পরিবারের অভিযোগ, বিজয় ও রাসেলকে আটকে রেখে ইউনুস ও সাকের নামে দুই ব্যক্তি মুক্তিপণ দাবি করে ইসলামী ব্যাংক টেকনাফ শাখায় (হিসাব নং- ২১৩৩৮) জমা দিতে বলে। সে মোতাবেক নিহতের পরিবার মুক্তিপণ বাবদ ইসলামী ব্যাংক গৌরনদীর টরকী বন্দর শাখায় ৫ লক্ষ টাকা জমা দেয়া হয়। কিন্তু পুরো টাকা না দেয়ায় তাদের হত্যা করে।
এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে ব্যাংক হিসাব নম্বরের সূত্র ধরে র্যাব-৭ অভিযান চালিয়ে টেকনাফ থেকে আনসার উল্লাহকে (২৭) গ্রেফতার করে। এছাড়া, মালয়েশিয়া থেকে ইউনুস ও সাকের নামে ২ জনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এখবরে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।
নিহতের পরিবার জানায়, মুক্তিপণের টাকা ইসলামী ব্যাংক টেকনাফের শাখায় দুটি একাউন্টে নেয়া হয়। আর তার সন্ধান করে হোতাদের গ্রেফতার করা হয়।
নিহত বিজয়ের বাবা শাহজাহান খান জানান, ঘটনায় মালয়েশিয়া ও বাংলাদেশে অটককৃতরা সবাই রোহিঙ্গা। তিনি সরকারের কাছে লাশ দ্রুত দেশে আনার দাবি জানান।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব