নেত্রকোনায় নসিমনের ধাক্কায় শহীদুৃল ইসলাম (৩৫) নামের এক সিএনজি স্টেশন মাস্টার নিহত হয়েছেন।
শুক্রবার সকালে জেলার পাড়লা ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম নেত্রকোনা পৌর এলাকার হোসেনপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিএনজি শ্রমিক ইউনিয়ন আফিসে যাওয়ার পথে নেত্রকোনার পাড়লা ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে পিছন দিক থেকে আসা নসিমন শহীদুলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনা স্থলেই শহীদুল ইসলাম নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব