আসন্ন পৌরসভা নির্বাচন পরিচালনায় বগুড়া জেলা বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন আহবায়ক জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সদস্য সচিব জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ সদস্য সচিব জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম।
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যরা নির্বাচনে সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন। সভায় দলের পক্ষ থেকে একক কাউন্সিলর প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
আজ শুক্রবার বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী বেলাল, ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, কেএম মাহবুবার রহমান হারেজ, আব্দুর রাফি পান্না, খাজা ইফতেখার আহমেদ, কাহালুর মেয়র প্রার্থী আব্দুল মান্নান (ভাটা ), নাজমুল হুদা পপন, শামছুল হক রোমান, মাহমুদ শরীফ মিঠু, আব্দুল মান্নান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন