বিদ্রোহী নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লাপাড়া পৌর নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন ফয়সাল কাদির রুমি।
আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মীর শহিদুল ইসলাম পুন্নুর কাছে পদত্যাগ পত্র জমা দেন। ফয়সাল কাদির রুমি উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মীর শহিদুল ইসলাম পুন্নু জানান, অসুস্থ্যর কারণে আমার কাছে জমা না নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পদত্যাগ পত্রটি জমা দিতে বলেছি।
মেয়র প্রার্থী ফয়সাল কাদির রুমি জানান, শারিরীক ও মানসিক অসুস্থ্যতার কারণে দল থেকে পদত্যাগ করেছি। এছাড়াও উল্লাপাড়া পৌরসভাকে আধুনিক করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছি। ভোটাররা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারলে তিনি বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এ পৌরসভায় ফয়সাল কাদির রুমি ছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন।
বিডি-প্রতিদিন/ ১১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন